শামীমা খানম : পাপকে ঘৃণা করো ,পাপীকে নয়। আমি বাঁচতে চাই আমাকে বাঁচতে দিন সংবাদ সম্মেলন করেন পারুল ও তার পরিবার। আজ ২৮ শে জুন দুপুরে এরশাদ নগর এক নং ব্লক নিজ বাড়ির প্রাঙ্গণে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পারুল ও পারুলের পরিবার, সংবাদমাধ্যম কর্মী, এলাকা সকল জনগণের উপস্থিতিতে বক্তব্য করেন, পারুলের বড় বোন পারভীন বেগম।
তিনি জানান, তিন বছর যাবত আমার বোন পারুল মাদকের সাথে সম্পৃক্ত ছিলেন। গত ১৯,১০,২০১৯ সালে গাজীপুর পুলিশ কমিশনারের কাছে মুচলেকা দিয়ে এখন আর কোনো অবৈধ কাজ করেন না।
গত ২৮শে জুন কুচক্রী মহল আমাকেও আমার বোনের উদ্দেশ্য প্রণোদিতভাবে অতীতের মামলা কে জড়িত করে মিথ্যা ,বানোয়াট ,অসত্য প্রতিবেদন করে । আমার ও আমার পরিবারের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। আমি ও আমার পরিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।যদি আমি অনৈতিক কোন কাজ করি তাহলে আপনাদের মাধ্যমে আমার ও আমার পরিবারের বিচার দাবি করছি।
Leave a Reply
You must be logged in to post a comment.