1. dainikbijoybangla2020@gmail.com : dainik bijoybangla : dainik bijoybangla
  2. laksamitinfo@gmail.com : FuwN9IPqmZ :
  3. gmsrobel@gmail.com : gms robel : gms robel
  4. kader3071@gmail.com : Abdul Kader : Abdul Kader
December 3, 2023, 5:06 am
ব্রেকিং নিউজ:
খাল-বিল ও নদী-নালাসহ প্রাকৃতিক জলাশয়ের পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত টঙ্গীর ইমাম হোসাইন রনির বাড়িতে চলছে শোকের মাতম আন্দোলনের নামে বিএনপি-জামায়াত ছয়টি ভূমি অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল : প্রধানমন্ত্রী পুত্র সন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি দীর্ঘ ১৩ বছর পর আবারও ছোট পর্দায় দেখা যাবে অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তীকে টঙ্গীতে বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ মৃত্যুর আগে হজে যেতে চান মৌসুমী মারা যাওয়ার পর তাঁর লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ র‌্যাব হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় মামলা ছাড়া র‌্যাব গ্রেপ্তার করতে পারে কি না, জানতে চান হাইকোর্ট

আমাদের এবার বিজয় অর্জন করতেই হবে : মির্জা ফখরুল

  • Update Time : Saturday, September 3, 2022
  • 42 Time View

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘আমরা এবার কোনোমতেই পরাজিত হবো না। আমাদের এবার বিজয় অর্জন করতেই হবে, এর কোনো বিকল্প নেই।’ আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৫তম কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এই আলোচনা সভার‌ আয়োজন করে। 

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের কোনো বিভ্রান্ত হওয়ার কারণ নেই পুলিশ ও আওয়ামী লীগ সরকার কোনো ছাড় দেবে না। ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। ছাড় আদায় করে নিতে হবে জনগণের শক্তিতে। আমরা যত বেশি মানুষ রাস্তায় নামাতে পারব, যত বেশি মানুষকে সামনে নিয়ে রাজপথ দখল করতে পারব তত বেশি তারা পরাজিত হবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘ভোলায় নূরে আলমের আত্মত্যাগ, আব্দুর রহিমের আত্মত্যাগ, নারায়ণগঞ্জে শাওনের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না। আমাদের প্রায় চার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে। সেই গায়েবি মামলা। নিজেরা ঘটনা ঘটাচ্ছে এবং সাথে সাথে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিচ্ছে।’

নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘এরা এত মিথ্যাচার করে। এসপি বললেন এটা কার ছেলে, কোন দলের ছেলে, সেটা এখনো নির্ধারিত হয়নি। কিন্তু তার চাচা আওয়ামী লীগ করে। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে, সে কোন দল করে এটা ইম্পরট্যান্ট নয়। ইম্পরটেন্ট হচ্ছে সে একজন শ্রমিক, ইম্পরট্যান্ট হচ্ছে তাকে তোমরা গুলি করে হত্যা করেছো। ইম্পরট্যান্ট হচ্ছে গুলি করার কোনো পরিবেশ সেখানে সৃষ্টি হয়নি। প্রত্যেকটা বিষয়ের একটি আইন আছে। আন্তর্জাতিক পুলিশের আইনে রয়েছে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে কোথায় গুলি করতে হবে।’

ফখরুল বলেন, ‘আজকে পত্রপত্রিকায় এসেছে, আওয়ামী লীগ ভয় পেয়েছে, ভয় পেয়ে কি তারা পালটা আক্রমণ শুরু করেছে? পরিষ্কার ভাষায় বলতে চাই শাওন অবশ্যই যুবকদের কর্মী, নেতা। শাওন অবশ্যই বিএনপিকে সমর্থন করত এবং কাজ করত এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা নিয়ে এত কিছু করা হয়েছে শুধু ডাইভার্ট করার জন্য। আজকে পুলিশের হামলা, মামলা দিয়ে আমাদের ন্যায়সংগত শান্তিপূর্ণ আন্দোলনকে তারা ডাইভার্ট করতে চায়।’ 

তিনি বলেন, ‘আমরা আমাদের নিজেদের যদি মুক্ত করতে চাই, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চাই, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে যদি মুক্ত করতে চাই, তাহলে অবশ্যই এই রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জন করতে হবে।’ 

ফখরুল বলেন, আমাদের সমস্ত পরিকল্পনা, আমাদের ভবিষ্যতের চিন্তাভাবনা, সবকিছুর উপরে থাকবে আন্দোলন এবং আন্দোলনের মধ্য দিয়ে বিজয়। এই ভয়াবহ ফ্যাসিবাদী জনতা বিরোধী গণতন্ত্র বিনাশি মানবতা বিনাশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে বাধ্য করতে হবে। পদত্যাগে বাধ্য করতে হবে এবং তাদের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং সংসদ বিলুপ্ত করতে হবে। তারপরে নিরপেক্ষ সরকার নির্বাচন কমিশন গঠন করবেন, তারপরে নির্বাচন হবে। সেই কমিশনের মাধ্যমে জনগণের পার্লামেন্ট জনগণের সরকার নির্বাচিত হবে। তার আগে এদেশের জনগণ কোনো কিছুই মেনে নেবে না।’

সংগঠনের উপদেষ্টা মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিমের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা শাম্মী আখতার, শ্যামা ওবায়েদ, তাইফুল ইসলাম টিপু, মোরতাজুল করীম বাদরু, মোস্তাফিজুর রহমান, ফজলুর রহমান খোকন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই বিষয়ে আরও খবর....
© All rights reserved © 2022 পীরজাদা মো: নোয়াব আলী
Theme Customized By LaksamIT-01712808501