নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট : বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীন এমপি বলেছেন, দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র রুখে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করেছে আওয়ামী লীগ সরকার। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভায় দক্ষিণাঞ্চলের ২১ জেলার দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেবেন। মোল্লাহাটসহ বাগেরহাটের সকল উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে সুশৃঙ্খল ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।
আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল জনসভা সফল করার লক্ষ্যে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ হেলাল আরও বলেন, পদ্মা সেতু ও আওয়ামী লীগ সরকারকে নিয়ে স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হয়েছে, ফলে জনগণ থেকে তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। ইনশাআল্লাহ জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কার্যক্রম কেউ ঠেকাতে পারবে না।মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি কালিপদ বিশ্বাসের সভাপতিত্বে বুধবার দুপুরে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমায়েত উদ্দিন ও সহ-সভাপতি অ্যাডভোকেট এসএম ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.