স্টাফ রিপোর্টার : যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সরকারের পতন ঘটাতে হবে। আওয়ামী লীগ সরকার মানুষের কথা বলার অধিকার, ভাতের ও ভোটের অধিকার হরণ করে নিয়েছে।
বুধবার বিকেলে টঙ্গীর বড় দেওড়া মিত্তিবাড়ি এলাকায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর মহানগর যুবদল এ অনুষ্ঠানের আয়োজন করেন।
মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদ হাসান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন, এসএম জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেন নান্নু, মজিবুর রহমান, আনোয়ার হোসেন আনু, প্রভাষক বশির উদ্দিন প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.