শামীমা খানম : টঙ্গীতে নরুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ । এ সময় তার কাছ থেকে ১৫ শ পিস ইয়াবা সহ একটি রিভলবার উদ্ধার করেছে। শনিবার ভোররাতে উপ-পুলিশ কমিশনার উলতুৎমিস (অপরাধ) দক্ষিণ এবং সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান টঙ্গী জোন সহ একদল অফিসার টঙ্গী পশ্চিম থানার হাজির মাজার বস্তি এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে স্থানীয় বটতলা এলাকা থেকে রাত তিনটার সময় মাদক বিক্রয় অবস্থায় নুরুল ইসলাম (৩৪) কে ১৫ শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী স্থানীয় বস্তির তার নিজের বাসা তোষকের নিচ থেকে একটি রিভলবার রিভলবার উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায়ী নুরুল ইসলামের বিরুদ্ধে ঢাকা ও গাজীপুর মহানগরের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে দায়ের করা পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে ।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে মাদক কারবারি সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত ।
Leave a Reply
You must be logged in to post a comment.