নিজস্ব প্রতিবেদক : অর্থ পাচার মামলায় এনামুল হক ভূঁইয়া ওরফে এনু ও তার ভাই রুপন ভূঁইয়াসহ ১১ জনের ৭ বছরের কারাদণ্ড ও ৪ কোটি টাকা অর্থদণ্ড করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।২০১৯ সালে রাজধানীতে ক্যাসিনোবিরোধী অভিযানে দুই ভাই এনু ও রুপনের নাম আলোচনায় আসে। পরের বছর ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার হন তারা। এরপর তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলাসহ রাজধানীর বিভিন্ন থানায় এক ডজন মামলা করা হয়। এর মধ্যে রাজধানীর ওয়ারী থানায় অর্থ পাচার প্রতিরোধ আইনে করা এ মামলাটির রায় আজ ঘোষণা করা হয়। এনু ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের শেয়ারহোল্ডার ও গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। আর তার ভাই রুপন ভূঁইয়া ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক।
Leave a Reply
You must be logged in to post a comment.