স্টাফ রিপোর্টার : খুলনা জেলার বটিয়াঘাটা থানার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিরলশভাবে কাজ করে যাচ্ছেন নুর ইসলাম, সাব-ইন্সপেক্টর (নি:)। তিনি জঙ্গীবাদ, সন্ত্রাস, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, আইন-শৃঙ্খলা শান্তি-রক্ষা, জুয়া, পারিবারিক কলহ, জমি-জমা, সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক অপরাধ থেকে বটিয়াঘাটা থানাকে মুক্ত করতে নানান কৌশল অবলম্ভন করে এলাকাবাসীর কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। সাব-ইন্সপেক্টর নুর ইসলাম তার কর্মদক্ষতা দিয়ে জনগনের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলে ‘পুলিশ জনগনের সেবক, সেবাই পুলিশের ধর্ম’, পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। বটিয়াঘাটাকে একটি আধুনিক মডেল থানায় পরিণত করতে তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
নুর ইসলাম বলেন, বন্ধুসুলভ, জনমুখী ও হাসিঁমুখে সেবা দেয়ায় পুলিশের ভাবমূর্তি দিন দিন উজ্জল হচ্ছে। পূর্বের যে কোন সময়ের চেয়ে অনেকটা শান্তিতে জীবন যাপন করছেন থানাবাসী। অপরাধ দমনের ফলে জনমনে শান্তি বিরাজ করছে। বটিয়াঘাটা থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জনবহুল এলাকা ও মসজিদ-মাদ্রাসায় জঙ্গীবাদ, সন্ত্রাস, বাল্য বিবাহ, মাদক, জুয়া, পারিবারিক কলহসহ বিভিন্ন অপরাধ থেকে জনগণকে মুক্ত রাখতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এর সুফল ভোগ করছেন এলাকার সর্বস্তরের জনগণ।
Leave a Reply
You must be logged in to post a comment.