স্টাফ রিপোর্টার, গাজীপুর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, কোরবানির ঈদে ভারত-মিয়ানমারসহ অন্য কোনো দেশ থেকে পশু আমদানি করতে হবে না। এখন আমরা স্বয়ংসম্পূর্ণ। অবৈধপথে কোনো পশু যেন বাংলাদেশে আসতে না পারে সেজন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। কোরবানির পশু নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। আজ বুধবার গাজীপুরের শ্রীপুরে এসিআইয়ের একটি অঙ্গপ্রতিষ্ঠান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রাণিসম্পদ খাতকে বৈজ্ঞানিক প্রক্রিয়া প্রয়োগ করে বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক করার পদক্ষেপ নিয়েছি। এটা শুধু সরকার নয়, বেসরকারি খাতও নিয়েছে। আমরা চাই দেশে সমৃদ্ধ ও আধুনিক পশু উৎপাদিত হোক। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বুলগেরিয়া, ব্রাজিলসহ অন্যান্য দেশে যেভাবে বড় পশু ও বেশি দুধ পাওয়া যায় সেভাবে আমাদের দেশেও পশু উৎপাদন করতে হবে।
অনুষ্ঠানে এসিআই এগ্রো বিজনেসের প্রেসিডেন্ট ড. এফএইচ আনসারী, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, গাজীপুর জেলা ডেইরি মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন প্রমুখ বক্তব্য রাখেন।
Leave a Reply
You must be logged in to post a comment.