নিজস্ব প্রতিবেদক : জাতীয় স্বার্থে ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নিতে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বেলা ১১টার দিকে গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শনকালে পরিবহন মালিক শ্রমিক নেতাদের প্রতি এ আহবান জানান ওবায়দুল কাদের।
গাবতলী কাউন্টারে বেশ কয়েকটি বাসের ভাড়া দ্বিগুণ নেয়া হচ্ছে। বাস কাউন্টার থেকে বলা হচ্ছে, পুলিশ সার্জেন্টকে তাদের গাড়িপ্রতি এক হাজার টাকা ঘুষ দিতে হয়- এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘দু-একটা ঘটনা হয়তো ঘটছে। আমাদের লোক সার্বক্ষণিক দায়িত্বে আছে। এ রকম কিছু হলে আমরা অবশ্যই দেখব।’
পথে পথে যাত্রীরা যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে সেদিকে কঠোরভাবে নজর দিতে বিআরটিএ ও আইন শৃঙ্খলাবাহীনির প্রতি নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন খোঁজ খবর নিচ্ছেন। কোনোভাবেই যেন ঘরমুখো মানুষকে কোনো প্রকার ভোগান্তির শিকার হতে না হয়। তাহলে কঠোর পদক্ষেপ নেয়া হবে।’
মন্ত্রী বলেন, ‘বিগত যে কোনো সময়ের তুলনায় এবার দেশের সড়ক মহাসড়ক অনেক ভালো। এক সঙ্গে এতো মানুষ ঘুর মুখী হওয়ায় একটু ধীর গতি হতে পারে,তাই আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর থাকতে হবে।
মন্ত্রী আরও বলেন, ‘গাজীপুরের যে সমস্যা ছিল, এবার আশা করি আর সেই সংকট হবে না। আমরা তিনটা উড়ালসড়ক খুলে দিয়েছি। সেখানে এখন নিয়মিত গাড়ি চলছে।’
বিএনপি মহাসচিবের সরকার পতন আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘দেখতে দেখতে ১৩ বছর বিএনপির আন্দোলন হবে কোনো বছর?’
কাদের আবারও বিএনপি নেতাদের কাছে জানতে চান তাদের আন্দোলনের নেতা কে? সামনের নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবে কে? তাদের চেয়ারম্যান তো দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। বিএনপি এখন পথ হারা পথিককের মত। বিএনপির নেতাকর্মীরা যে এখন কি করবে তাও জানে না। বিএনপি সন্ত্রাসী আর গুজবের রাজনীতিতে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে।’
Leave a Reply
You must be logged in to post a comment.